ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম “দুর্যোগ ও ত্রাণ” মন্ত্রণালয়ের সকলে একসাথে শ্রদ্ধা নিবেদন

১৯৭২ সালে জাতির কল্যাণে বঙ্গবন্ধুর নিজ হাতে সৃষ্টি করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আজ সেই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ আলহাজ্ব মুহিববুর রহমান এর উদ্যোগে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও স্টাডিং কমিটির মাননীয় এমপি মহোদয়গণ আজ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।


এই সময় মাননীয় প্রতিমন্ত্রী মহিববুর রহমান সাংবাদিকদের বলেন, যিনি এই মন্ত্রণালয় সৃষ্টি করেছেন সারা বাংলার মানুষের জন্য, তিনি আমাদের জাতির পিতা, আমাদের আদর্শ, তার প্রতি দল মত নির্বিশেষে সকল বাঙালি জাতির শ্রদ্ধাবোধ থাকা উচিত। সকল মানুষেরই শ্রদ্ধা নিবেদন করা উচিত। প্রতিমন্ত্রী আরো বলেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের আইকন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে এত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। প্রতিমন্ত্রী দেশবাসীর সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ত্রাণ মন্ত্রণালয়ের সকল কার্যক্রমকে সহযোগিতা করার জন্য।


ads

Our Facebook Page